চাঁদপুরে পুলিশ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে। শাহরাস্তি থানা এলাকা থেকে ৯ মে (মঙ্গলবার) সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম সুজিত সাহা (৩৬)।
জেলা পুলিশ জানায়, চাঁদপুরের শাহরাস্তি থানা-পুলিশ ৯ মে সকাল সোয়া ৭টার দিকে শাহরাস্তি থানার বানিয়াচৌ সরকারি যাত্রীছাউনির সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি করছিল। এ সময় কুমিল্লার দিক থেকে আসা একটি মোটরসাইকেল চেকপোস্ট দেখেই ইউটার্ন নিয়ে পালানোর চেষ্টা করে। মোটরসাইকেলটিতে চালকসহ দুজন আরোহী ছিলেন। তাঁদের পালাতে দেখে পুলিশ ধাওয়া করে। পরে শাহরাস্তি থানার বানিয়াচৌ এলাকায় মেহের উত্তর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের পাশে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সুজিত সাহাকে আটক করা হয়। তবে অপর আসামি পালিয়ে যান। পরে সুজিত সাহার সঙ্গে থাকা ব্যাগ ও মাঝারি আকৃতির বস্তা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।