চাঁদপুরের হাজীগঞ্জ থানা-পুলিশ অভিযান চালিয়ে গাঁজা, গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ একজনকে গ্রেপ্তার করেছে। থানা এলাকা থেকে ৮ জানুয়ারি (রোববার) বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. হারুন শেখ (৪৩)। তাঁর কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
চাঁদপুর জেলা পুলিশ জানায়, হাজীগঞ্জ থানা-পুলিশের একটি দল ৮ জানুয়ারি বিকেল সোয়া ৫টার দিকে থানার হাজীগঞ্জ পৌরসভার হাজীগঞ্জ পৌর ভবনের প্রধান ফটকের সামনে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অভিযান চালিয়ে হারুন শেখকে ১০ কেজি গাঁজা, গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।