চাঁদপুর সদর মডেল থানার পুলিশ গতকাল বুধবার অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
থানার এসআই মো. কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার সময় মাদক উদ্ধার অভিযান চালান।
এ সময় তাঁরা সদর মডেল থানাধীন চাঁদপুর বাসস্ট্যান্ডের হিলশা বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার ওপর থেকে মাদক কারবারি মো. জালাল আহাম্মদকে (৩৫) ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন।
আসামির বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা হয়েছে।