চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

চাঁদপুরে নৌ পুলিশ অভিযান চালিয়ে ৫৫ হাজার ৬০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য সাড়ে ১৬ লাখ টাকার বেশি। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

নৌপথের নিরাপত্তা ও মৎস্যসম্পদ রক্ষায় চাঁদপুরে মেঘনা নদী ও এর বিভিন্ন শাখানদীতে এসব অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে নৌ পুলিশ।

নৌ পুলিশ জানায়, চাঁদপুর নৌ থানা-পুলিশ মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অবৈধ জালবিরোধী অভিযান পরিচালনা করে ৫৫ হাজার ৬০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এসব জালের আনুমানিক দাম ১৬ লাখ ৬৮ হাজার টাকা। এ ছাড়া ১৮ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়, যার আনুমানিক দাম ৯ হাজার টাকা। অভিযানের সময় পাঁচজনকে আটক করে তিনটি মামলা করা হয়েছে। মামলার আলামত হিসেবে তিনটি বাল্কহেড জব্দ করা হয়েছে। অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।