চাঁদপুর জেলার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।
জেলার ডিবি পুলিশের একটি দল আজ শনিবার চাঁদপুর পৌরসভার বাসস্ট্যান্ড স্বর্ণখোলা এলাকা থেকে মাদক কারবারি মো. কাজল মাতব্বর (২৪) ও মো. সোহেল মাঝিকে (২৫) গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তাঁদের বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।