চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) সকাল ৮টা ১০ মিনিটের দিকে জেলা ডিবির অফিসার ইনচার্জের নির্দেশনায় একটি দল কচুয়া থানাধীন খাজুরিয়া সাকিনে অবস্থিত কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের খাজুরিয়া যাত্রীছাউনির সামনে অভিযান চালায়।
অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁদের কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।
চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন মো. রাব্বি তালুকদার (২৫); তিনি চাঁদপুর সদরের মান্দারিয়া এলাকার বাসিন্দা। মো. মহিন উদ্দিন (২০); তিনিও একই সদরের ৪নং ওয়ার্ডের লদেরগাঁও এলাকার বাসিন্দা। মো. সাগর (২৩); তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার হুনপুর এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার আসামিদের নামে কচুয়া থানায় মামলা হয়েছে।