চাঁদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৭ জুলাই) বিকেলে হাজীগঞ্জ থানাধীন বাকিলা রেল ক্রসিং এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. সুজন শিকদার (৩১) পটুয়াখালীর রাঙ্গাবালী থানা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।