গাঁজাসহ গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: চাঁদপুর জেলা প্রতিনিধি

চাঁদপুরের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) রাত ৮টা ৩০ মিনিটের দিকে চাঁদপুর ডিবির অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান চালানো হয়।

অভিযানে মতলব উত্তর থানার নন্দলালপুর বাতাবাড়ীয়া সাকিনে অবস্থিত একটি বাড়ির রাস্তার সামনে থেকে মাদক কারবারি মো. সিরাজুল ইসলাম ওরফে সেরাজুলকে (৪২) গ্রেপ্তার করা হয়। তিনি চাঁদপুরের মতলব উত্তর থানার নন্দলালপুর গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে ৪ কেজি জব্দ করা হয়। তাঁর নামে মতলব উত্তর থানায় মামলা হয়েছে।