চাঁদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) বিকেলে চাঁদপুর পৌরসভার তালতলা এলাকার পাটোয়ারী সড়ক থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মনির হোসেন চৌকিদার (২৪) এবং মো. ওমর ফারুক খলিফা (৩৮)। তাঁদের উভয়ের বাড়ি চাঁদপুর সদর থানা এলাকায়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।