জব্দ করা ফেনসিডিল। ছবি: বাংলাদেশ পুলিশ

চাঁদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৪০ বোতল ফেনসিডিল, ৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩১ মে) সকালে কচুয়া থানাধীন খাজুরিয়া এলাকার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়ক থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

জব্দ করা গাঁজা। ছবি: বাংলাদেশ পুলিশ

আসামিরা হলেন কুমিল্লার লাকসাম থানা এলাকার আলী হোসেন (৪৫), চাঁদপুরের হাজীগঞ্জ থানা এলাকার আব্দুল মান্নান (৪৫) ও গোপালগঞ্জের কোটালীপাড়া থানা এলাকার স্বপন বাড়ৈ (২২)।

পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।