নোয়াখালীর চরজব্বর থানা-পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র, গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী ও ১০ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
চরজব্বর থানার একটি চৌকস টিম ২৪ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে চরজব্বর থানাধীন মোহাম্মদপুর ইউনিয়নের বাতেন মার্কেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র বহন, ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, রোহিঙ্গাদের পাচারসহ ১০ মামলায় অভিযুক্ত ও ৬টি মুলতবি পরোয়ানার আসামি শীর্ষ সন্ত্রাসী মো. জসিম উদ্দিন ওরফে হোরনকে গ্রেপ্তার করে।
তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন যে, চরজব্বর থানাধীন চরআলাউদ্দিন এলাকায় তাকর বসতঘরে অবৈধ অস্ত্র রয়েছে। পরে পুলিশ তাঁকে নিয়ে অভিযান চালিয়ে তাঁর বসতঘরের শয়নকক্ষ থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও দুইটি কার্তুজ উদ্ধার করে।
গ্রেপ্তার আসামি তাঁর কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে মোহাম্মদপুর ও আশপাশের নদীর ঘাট এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, জবর দখলসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন মর্মে স্বীকার করেন।
এ ঘটনায় চরজব্বর থানায় নিয়মিত মামলা হয়েছে।