চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি-বন্দর) অভিযানে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে আকবরশাহ থানার সিডিএ এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি নজরুল ইসলাম (৪০) কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাঁজাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।