চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। সিএমপির চান্দগাঁও থানা এলাকায় ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার চারজন হলেন মহরম আলী, মোহাম্মদ আলী, মরিয়ম বেগম ও ছখিনা বেগম। তাঁদের কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
সিএমপি জানায়, ডিবির একটি দল ১৪ এপ্রিল চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মহরম আলী, মোহাম্মদ আলী, মরিয়ম বেগম ও ছখিনা বেগমকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে চারজনই বলেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বেচাকেনা করে আসছিলেন।