সিএমপির কোতয়ালি থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম নগরীর টেরীবাজারে একটি দোকানের টাকা আত্মসাতের অভিযোগ পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতয়ালী থানা-পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে নগদ সাড়ে ৯ লাখ টাকা ও ১ লাখ ৬২ হাজার টাকার দুটি চেক উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে ২৪ ফেব্রুয়ারি (শনিবার) তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনের নাম মো. এমরানুল হক ও মোক্তার আহমদ রানা বৈদ্য।

পুলিশ জানায়, কামরুল ইসলাম নামের এক ব্যক্তি সিএমপির কোতোয়ালি থানার টেরিবাজার মাস্টার মার্কেটে রাবেতা ক্লথ স্টোর নামের একটি দোকান ব্যবসা পরিচালনা করেন। গ্রেপ্তার এমরানুল ১০ বছর ধরে ওই দোকানে চাকরি করে আসছিলেন। ২২ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে এমরানুল দোকান থেকে নগদ ৯ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা এবং ১ লাখ ৩২ হাজার টাকার একটি চেক ও ৩০ হাজার টাকার একটি চেক নিয়ে ইসলামি ব্যাংক লিমিটেড টেরিবাজার শাখার উদ্দেশ্যে রওনা হন।

দীর্ঘ সময় পার হওয়ার পরও এমরানুল দোকানে না ফেরায় তাঁকে মোবাইল ফোনে ফোন করা হয়। কিন্তু তাঁর নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিক মামলার বাদি কামরুল ইসলাম ইসলামি ব্যাংক লিমিটেড টেরীবাজার শাখায় যোগাযোগ করলে তারা জানায়, এমরানুল ব্যাংকে যাননি। এ ঘটনায় সিএমপির কোতোয়ালি থানায় মামলা হয়। এরপর কোতোয়ালি থানা-পুলিশের একটি দল ২৪ ফেব্রুয়ারি কক্সবাজারের চকরিয়া থানা-পুলিশের সহায়তায় চকরিয়া থানার পুকুরিয়া ৯ নম্বর ওয়ার্ড আলম কমিশনার পাড়া এলাকায় অভিযান চালিয়ে এমরানুলকে গ্রেপ্তার করে। পরে এমরানুলের দেওয়া তথ্যের ভিত্তিতে মোক্তার আহমদ রানা বৈদ্যকে নগদ সাড়ে ৯ লাখ টাকা ও ১ লাখ ৬২ হাজার দুটি চেকসহ গ্রেপ্তার করা হয়।