চট্টগ্রাম জেলা পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৬১ জনকে গ্রেপ্তার করেছে। চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয় বলে ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত নয়জন (সীতাকুণ্ড থেকে একজন, সন্দ্বীপ থেকে একজন, ফটিকছড়ি থেকে একজন, ভুজপুর থেকে একজন, বাশঁখালী থেকে দুজন, দক্ষিণ রাঙ্গুনিয়া থেকে তিনজন), সিআর পরোয়ানাভুক্ত ১৭ জন (জোরারগঞ্জ থেকে একজন, সীতাকুণ্ড থেকে একজন, ভুজপুর থেকে একজন, পটিয়া থেকে দুজন, বোয়ালখালী থেকে দুজন, আনোয়ারা থেকে একজন, চন্দনাইশ থেকে দুজন, বাশঁখালী থেকে পাঁচজন, সাতকানিয়া থেকে একজন, লোহাগাড়া থেকে একজন), নিয়মিত মামলায় ১৫ জন (রাঙ্গুনিয়া থেকে তিনজন, চন্দনাইশ থেকে একজন, লোহাগাড়া থেকে একজন, বাশঁখালী থেকে একজন, সাতকানিয়া থেকে একজন, রাউজান থেকে দুজন, হাটহাজারী থেকে চারজন), পূর্বের মামলায় নয়জন, জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন (হাটহাজারী), সিআর সাজা পরোয়ানাভুক্ত একজনসহ (হাটহাজারী) মোট ৬১ জন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।