চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার অভিযানে ৬৫ হাজার ইয়াবা বড়ি, কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার (৩ মে) নগরীর কোতোয়ালি থানাধীন বাংলাদেশ রেলওয়ে পলোগ্রাউন্ড জামে মসজিদের সামনে থেকে আসামি মো. তৈয়বুর রহমান ইমনকে (২০) গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রনি তালুকদার জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।