চট্টগ্রামে হাইওয়ে পুলিশের অভিযানে প্রাইভেটকার থেকে উদ্ধার বিদেশি মদ। ছবি: বাংলাদেশ পুলিশ

চট্টগ্রামে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ২০০ বোতল বিদেশি মদসহ একটি প্রাইভেটকার আটক করেছে। চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকা থেকে ৩০ মার্চ (বৃহস্পতিবার) ভোরে প্রাইভেটকারটি আটক করা হয়।

বিদেশি মদসহ আটক প্রাইভেটকার। ছবি: বাংলাদেশ পুলিশ

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, হাইওয়ে কুমিল্লা রিজিয়নের বার আউলিয়া হাইওয়ে থানা-পুলিশ ৩০ মার্চ ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটা প্রাইভেটকারকে থামতে সংকেত দেয়। তবে সে সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে চালক। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার চট্টগ্রামমুখী লেনে জিপিএইচ ইস্পাতের গেটের সামনে রাস্তার পাশে গাড়িটি রেখে চালক পালিয়ে যায়। এরপর হাইওয়ে পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে ২০০ বোতল বিদেশি মদ উদ্ধার করে। গাড়ির পলাতক চালকের বিরুদ্ধে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে।