সিএমপির খুলশী থানার অভিযানে গ্রেপ্তার ধর্ষণচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামি। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার বিশেষ অভিযানে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হয়েছেন।

খুলশী থানার একটি বিশেষ দল বুধবার গভীর রাতে মেয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম নিতাই চন্দ্র বণিক। শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২০১৭ সালে তাঁর নামে খুলশী থানায় নিয়মিত মামলা হয়।
খুলশী থানার এসআই নুরউদ্দিন মামলাটি তদন্ত করে আদালতে আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেন। আদালত বিচার শেষে আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন। অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় নিতাইকে।