চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে মো. নুরুন্নবী নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (২৪ ডিসেম্বর) ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর জাগো নিউজের।
গ্রেপ্তার নুরুন্নবী রংপুর মহানগরের কোতোয়ালি থানার জুম্মাপাড়া মারুয়াপট্টি এলাকার মৃত মো. কাওসারের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক জানান, নুরুন্নবী ২০০৯ সালে রংপুর কোতোয়ালি থানার এক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। মামলার সাজা এড়াতে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি কোতোয়ালি থানা এলাকায় অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর নুরুন্নবী স্বীকার করেন, তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাঁকে যথাযথ প্রক্রিয়ায় রংপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে বলেও জানান ওসি।