চট্টগ্রামের আনোয়ারায় থানা-পুলিশ অভিযান চালিয়ে ৩০ হাজারটি ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে। আনোয়ারা থানার কালাবিবি দীঘির মোড় এলাকা থেকে ৪ ডিসেম্বর (শনিবার) দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুজন হলেন আব্দুল মজিদ (২৬) ও সাইফুল ইসলাম (৩০)।
আনোয়ারা থানা-পুলিশ জানায়, থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৪ নভেম্বর বেলা ১টার দিকে আনোয়ারার কালাবিবি দীঘির মোড় এলাকায় অভিয়ান চালিয়ে ৩০ হাজারটি ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়িসহ ওই দুজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আনোয়ারা থানায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।