চট্টগ্রাম নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশ দেড় বছরের কারাদণ্ড ও ২৮ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানা এলাকা থেকে ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. আব্দুল মান্নান। তিনি দুটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি।

সিএমপি জানায়, সিএমপির পাঁচলাইশ থানা-পুলিশের একটি দল ১৩ ফেব্রুয়ারি চন্দনাইশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে দুটি সিআর মামলায় দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২৮ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে।