চট্টগ্রাম নগরে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ আগস্ট (শনিবার) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হৃদয় হোসেন (১৯), শহিদুল ইসলাম (২২), চাঁন মিয়া (২১), মো. হাসান (১৯), মো. আরিফ (১৯), আনিচ (১৯)ও মো. মহসিন উদ্দিন প্রকাশ (৩০)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বলেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার উপপরিদর্শক সুকান্ত চৌধুরীর নেতৃত্বে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানার ওয়াসা জমিয়াতুল ফালাহ মসজিদের পাশের মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি কাঠের বাঁটযুক্ত দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি), লোহার তৈরি তালাকাটার কাটার, দুটি লোহার ছেনি, পাঁচটি টিপ ছোরা উদ্ধার করা হয়েছে। পরে ওই ছয়জনকে সঙ্গে নিয়ে চকবাজার থানার দামপাড়া মসজিদ গলি এলাকায় অভিযান চালিয়ে মহসিন উদ্দিন প্রকাশকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও বলেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।