চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার অভিযানে দুজন ফোন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৪৬টি ফোন।
গত মঙ্গলবার (৪ জুন) নগরীর কোতোয়ালি ও চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. জানে আলম (৩৪) ও তাওহিদুল ইসলাম (২৫)।
কোতোয়ালি থানার পরিদর্শক সাজেদ কামাল জানান, কোতোয়ালি থানাধীন রিয়াজুদ্দিন বাজারের তাহের ম্যানশনের একটি দোকান থেকে ৯টি চোরাই ফোনসহ আলমকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাতকানিয়া থানাধীন কেরানীরহাট থেকে ৩৭টি চোরাই ফোনসহ তাওহিদকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।