চট্টগ্রামে দুই কেজি গাঁজাসহ মো. মাঈন উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ।
আজ বুধবার মহানগরের আকবরশাহ থানাধীন সিডিএ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) মুহাম্মদ আলী হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমার নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল পৌনে চারটার দিকে চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন সিডিএ এলাকায় অভিযান চালিয়ে ওই মাদকসহ মো. মাঈন উদ্দিন প্রকাশ সামিকে (২৪) গ্রেপ্তার করে।
মাঈন উদ্দিনের বিরুদ্ধে আকবরশাহ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।