চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগে অভিযান চালিয়ে ১ হাজার ১০টি ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেনের সার্বিক দিকনিদের্শনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবীর ও সহকারী পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজের তত্ত্বাবধানে টিম ৪১ এর পুলিশ পরিদর্শক মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ২২ আগস্ট সকাল ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন এ কে খান মোড়ে কুটুমবাড়ী রেস্টুরেন্টে অভিযান চালায়। সেখান থেকে ১ হাজার ১০টি ইয়াবাসহ মো. সোহেল (২৪) নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সোহেল কক্সবাজার থেকে কম দামে ইয়াবাগুলো কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিজ দখলে রেখেছিলেন মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
এ ব্যাপারে সিএমপির পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।