চট্টগ্রামে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে পুলিশের নকল পরিচয়পত্রসহ একজন ভুয়া পুলিশ গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম সৈয়দ মো. আলাউদ্দিন (৩৪)। তাঁর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি বিশেষ দল ৬ অক্টোবর (বুধবার) রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রামের খুলশী থানার দামপাড়া পুলিশ লাইনস-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে খুলশী থানায় মামলা হয়েছে।