চট্টগ্রামে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের (দক্ষিণ) অভিযানে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার হয়েছে। ২৯ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুজন হলো আব্দুস ছবুর (২৭) ও আব্দুল মুনাফ (২৮)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানায়, ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের চান্দগাঁও থানার সিএন্ডবি রাস্তার মোড় সংলগ্ন এলাকায় ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে ১ হাজার ৩৮০টি ইয়াবা বড়িসহ আব্দুস চবুর (২৭) ও আব্দুল মুনাফকে (২৮) গ্রেপ্তার করে।