ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার সদস্যরা।
গত সোমবার (২০ মে) দিবাগত রাতে নগরীর কোতোয়ালি থানাধীন পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. মেহেরাজ মিয়া (২০), মো. শান্ত (২৩) ও মো. করিম ওরফে বাপ্পি (২০)।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সজীব কুমার আচার্য্য জানান, আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।