ডাকাতির প্রস্তুতিকালে পাঁচটি ছোরাসহ সাতজনকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার সদস্যরা।
মঙ্গলবার (১৪ মে) নগরীর কোতোয়ালি থানাধীন রেলওয়ে পলোগ্রাউন্ড টিএ ব্রাঞ্চ মসজিদের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. আলতাফ হোসেন (২১), মো. সুরুজ (১৯), মো. জুয়েল (৩৫), আরভী আহমদ রাকিব (২২), মো. মাহাবুব আলম হৃতিক (২১), মো. জামাল উদ্দিন (২১) ও মো. সোহেল (২৪)।
কোতোয়ালি থানার সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রনি তালুকদার জানান, আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।