ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানার সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ ও তিনটি ছোরা জব্দ করা হয়।
রোববার (২১ জানুয়ারি) পাহাড়তলী থানাধীন ওয়াই জংশন এলাকার ফৌজদারহাট-পতেঙ্গা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন সাগর, মো. রাজু, মো. জাহিদ ও জিতু হাসান।
সিএমপির উপকমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান জানান, আসামিদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা করা হয়েছে।