চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার একটি দল অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসক এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে বাকলিয়া থানার মিয়াখান নগর রোডের বাদামতল মোড় থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি মো. দেলোয়ার হোসেন (৫০) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।