চট্টগ্রামের নিঝুমদ্বীপ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ৩ লাখ ২৪ হাজার ৫৫০ মিটার অবৈধ কারেন্ট, বেহুন্দি ও ঠেলা জাল জব্দ করেছেন।
মঙ্গলবার (২৮ জুন) নৌ পুলিশ জানায়, কবিরার চরের পূর্ব পাশ এবং মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
জব্দ করা জালের আনুমানিক দাম ৯৯ লাখ ৫০ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।