চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা-পুলিশ ওই থানা এলাকা থেকে ৩২০ পিস ইয়াবাসহ ছালাউদ্দিন ওরফে রিপন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কোতোয়ালি থানাধীন কে সি দে রোডের সিনেমা প্যালেস মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর জাগো নিউজের।
গ্রেপ্তার ছালাউদ্দিন নোয়াখালীর সেনবাগ থানাধীন পূর্ব-ছাতারপায়া গ্রামের মৃত আহসান উল্লাহ ওরফে আমিনের ছেলে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিনেমা প্যালেস এলাকা থেকে ৩২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।