চট্টগ্রাম জেলায় নতুন করে আরও ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় এই জেলায় করোনায় কারও মৃত্যু হয়নি। খবর বিডিনিউজের।
সিভিল সার্জন কার্যালয়ের ২৯ জানুয়ারির (শনিবার) প্রতিবেদনের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় ২ হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষা করে ৮০৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ।
করোনার সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম জেলায় ১ লাখ ১৮ হাজার ১২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৪ জনের।