অসামাজিক কাজে লিপ্ত চারজনকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার সদস্যরা।
গত শনিবার (৩০ মার্চ) নগরীর কোতোয়ালি থানাধীন কে সি দে রোডের সিনেমা প্যালেস এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রনি তালুকদার জানান, আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।