চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, ছয়টি কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাতে ওই থানাধীন সরফভাটা ইউনিয়নের মীরেরখিল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. কায়কোবাদ মঞ্জু (৪২) দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটা ইউনিয়নের মীরেরখিল বাজারে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলামের নেতৃত্বে একদল অফিসার-ফোর্স মীরেরখিল বাজারে অভিযান পরিচালনা করেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি কায়কোবাদ মঞ্জু দৌড়ে পালানোর চেষ্টা করলে অফিসার-ফোর্স তাঁকে অনুসরণ করে রাত সোয়া ১১টায় তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত সোয়া একটার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটা ইউনিয়নের নারিশ্চাঘোনা কে.বি.এম-৩ পরিত্যক্ত ইটভাটার অস্থায়ী রান্নাঘরের ভেতর থেকে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি একনলা বন্দুক ও ছয়টি কার্তুজ জব্দ করা হয়।
এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা হয়েছে। আসামি কায়কোবাদকে আদালতে সোপর্দ করা হয়েছে।