এপিবিএন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা চকবাজারে যৌথ অভিযান চালায়। ছবি: পুলিশ নিউজ

রাজধানীর চকবাজার এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

সোমবার (৪ এপ্রিল) ১১ এপিবিএনের পরিদর্শক (নিরস্ত্র) আফরোজা আক্তারের নেতৃত্বে এপিবিএনের একটি দল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে চকবাজার এলাকায় অভিযান চালায়।

এপিবিএন জানায়, অভিযানে ৫টি মামলা করা হয়েছে এবং ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।