রাজধানীর চকবাজার মডেল থানা এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চকবাজার থানা-পুলিশ। তাঁর নাম বিবি খতিজা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে কামালবাগ হাফেজ কামালের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজের।
এ সময় আসামির কাছ থেকে ১ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।
চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাইউম বলেন, চকবাজার মডেল থানার ৩০/৬ কামালবাগ হাফেজ কামালের বাড়ির সামনে এক মাদক কারবারি ইয়াবা বড়ি বিক্রির জন্য অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ইয়াবাসহ খতিজাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চকবাজার মডেল থানায় মামলা হয়েছে।