সিলেটের গোলাপগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার ২৫০টি ইয়াবা, ৬৮ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে। ৫ জুলাই (শুক্রবার) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুই আসামির নাম জামিল আহমদ (২১) ও মুমিন আহমদ (৩৫)।
সিলেট জেলার গোলাপগঞ্জ মডেল থানার মুখপাত্র এসআই (নিরস্ত্র) পার্থ সারথী দাস জানান, গোলাপগঞ্জ থানা-পুলিশ ৪ জুলাই রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে ৮ হাজার ২০০টি ইয়াবা, ১৫০ বোতল ফেনসিডিলসহ এনাম আহমদ (৪৫), সিরাতুল আম্বিয়া টিপু (৪০) ও ফজর আলীকে (৩২) গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের সময় এনাম আহমদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৫ জুলাই গোলাপগঞ্জ থানা-পুলিশ রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে জামিল ও মুমিনকে ৩ হাজার ২৫০টি ইয়াবা, ৬৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে।