রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশের অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) বিকেলে গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন ফারুক হোসেন (৩২) ও জলিল ব্যাপারী (৪০)। তাদের বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।