রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা-পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গতকাল ৯ আগস্ট রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ওই থানাধীন উত্তর দৌলতদিয়ার কল্পনা বাড়িওয়ালির গলির সামনে থেকে মাদক কারবারি শামীম মোল্লাকে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।
উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য এক লাখ টাকা।
গ্রেপ্তার শামীম মোল্লাকে (৩৫) আদালতে পাঠানো হয়েছে।