রাজবাড়ীতে গোয়ালন্দাট থানা-পুলিশ অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গোয়ালন্দাট থানার দৌলতদিয়া এলাকায় ২৩ মে (মঙ্গলবার) এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. এস.এম ইমরান (৩০)।
জেলা পুলিশ জানায়, গোয়ালন্দঘাট থানা-পুলিশের একটি দল ২৩ মে বিকেল পৌনে ৫টার দিকে দৌলতদিয়া এলাকায় রাজবাড়ী-ঢাকা মহাসড়কের ওপর চেকপোস্ট করে একটি বাসে তল্লাশি চালিয়ে ১৮ বোতল ফেনসিডিলসগ ইমরানকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।