রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাপুলিশের মাদকবিরোধী অভিযানে ৫২০টি ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়ালন্দঘাট থানার এসআই (নিরস্ত্র) মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল ১৭ আগস্ট রাত সোয়া ১০টার সময় গোয়ালন্দঘাট থানাধীন পূর্ব পাড়া যৌনপল্লীর ঝুমুর নেত্রীর গলি বিল্লালের বাড়ীর সামনে থেকে আয়ুব সর্দার(৪৮) নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে
৫২০টি ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৫৬ হাজার টাকা।
গ্রেপ্তার আয়ুব সর্দারের (৪৮) বিরুদ্ধে ৮ টি মাদক মামলাসহ মোট ৯ টি মামলা রয়েছে।তাকে আদালতে পাঠানো হয়েছে।