রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশের একটি টিম গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার সময় দৌলতদিয়া এলাকায় বিশেষ অভিযান চালায়। সেখানে বাংলাদেশ হ্যাচারির সামনে খুলনা টু ঢাকাগামী সড়কের ওপর চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস (রেজি. নং- ঢাকা মেট্রো-ব-১৫-২৪০০) থেকে যাত্রীবেশী মাদক কারবারি ইসরাত জাহান দোলনকে (২৮) গ্রেপ্তার করে।
এ সময় তাঁর কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
গ্রেপ্তার মাদক কারবারিকে আদালতে পাঠানো হয়েছে।