সিলেটের গোয়াইনঘাট থানা-পুলিশের তৎপরতায় ১৪২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। প্রতিটি চিনির বস্তার ওজন ৫০ কেজি। সেই হিসাবে জব্দ করা চিনির পরিমাণ ৭ হাজার ১০০ কেজি।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোয়াইনঘাট থানাধীন পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই গ্রামের একটি বাড়ি থেকে এসব চিনি জব্দ করা হয়।
এ সময় আসামি ডালিম মিয়া (২২), শাকিল (১৮), সালেহ আহমেদ (২২), জুয়েল (২২), আব্দুল মজিদ (৪২) ও সিদ্দিক (৫০) পালিয়ে গেছেন।
গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) পিন্টু সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।