গোপালগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগপ্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শারীরিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণদের মধ্যে চতুর্থ দিন শুক্রবার এ পরীক্ষা হয়।
ওই সময় নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএমসহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
‘চাকরি নয়, সেবা’ ব্রত নিয়ে শতভাগ নিয়ম অনুসরণ করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে নিয়োগপ্রক্রিয়ার কার্যক্রম।