ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বারের নির্দেশনায় গেন্ডারিয়া থানা এলাকায় বিভিন্ন ধরনের স্টেকহোল্ডারদের নিয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে গেন্ডারিয়া থানা প্রাঙ্গণে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ওয়ারী জোনের অতিরিক্ত উপকমিশনার এস এম শামীম। গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গোয়েন্দা ওয়ারী জোনাল টিমের সহকারী কমিশনার মোহাম্মদ নূর নবী।
সমন্বয় সভায় মাদক, জুয়া, চুরি-ছিনতাই, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, মোবাইলে প্রতারণা, কিশোর অপরাধ ও ব্যাংকগুলোর নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।