গুলি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২২ মার্চ) রাতে নগরীর আড়ংঘাটা থানাধীন মোস্তফা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি লাভলু ওরফে কালা লাভলুর (৪২) বাড়ি বরিশালের আগৈলঝাড়া থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা আছে।
কেএমপি ডিবি জানায়, গত ৪ অক্টোবর নগরীর নিজ খামার মোড়ে ভুক্তভোগী মো. শাকিলের (৩৮) গায়ে তিনটি গুলি চালান আসামি লাভলু ও তাঁর সহযোগী সাদ্দাম মল্লিক। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগীর স্ত্রী। ওই মামলায় আসামি লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে।