রাজধানীর গুলশান থানা এলাকা থেকে ৫২টি ইয়াবা বড়িসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে ১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উত্তরা ইউনিট।
শুক্রবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গুলশান থানাধীন নর্দ্দা বাজার এলাকা থেকে আসামি মো. মমিনকে (২২) গ্রেপ্তার করা হয়।
এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আসামিকে গ্রেপ্তার করা হয়
১ এপিবিএনের এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাক জানান, আসামির বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।