পুলিশের হেফাজতে অস্ত্রসহ গ্রেপ্তার যুবক । ছবি: বাংলাদেশ পুলিশ।

নাটোর জেলার গুরুদাসপুর থানার পুলিশ অভিযান চালিয়ে
১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ডগুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।

গতকাল ১১ ফেব্রুয়ারি মো. আব্বাস আলী (২১) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গুরুদাসপুর থানায় কর্মরত এসআই মো. মাজহারুল ইসলাম ১১ ফেব্রুয়ারি আনুমানিক বিকাল ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে একজন যাত্রী অবৈধ অস্ত্র বহন করছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলার পুলিশ সুপারকে জানালে তার সার্বিক দিক-নির্দেশনায় গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম ওই দিনই বিকেল সাড়ে ৪ টার সময় গুরুদাসপুর থানাধীন টোল প্লাজা ১০নং ব্রীজ সীমানায় চেক পোস্ট ডিউটি করার সময়চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আচল ট্রাভেলস যাত্রীবাহী একটি বাস (রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ব-১১-০১৩৬) আটক করে। এরপর তল্লাশি করে বাসে থাকা যাত্রী মো. আব্বাস আলীকে (২১) গ্রেপ্তার করে। এ সময় তার পরিহিত জিন্সের প্যান্টের পিছনের কোমর থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করে।

তার বিরুদ্ধে গুরুদাসপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।